‘বিএনপিকে সমর্থন করার কারণেই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হেরেছেন’

বিএনপিকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হেরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপি সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন।

তবে তিনি এ ক্ষেত্রে কোন প্রার্থী তা বলেননি।

তিনি আরও বলেন, আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, দেশের উন্নয়নে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে আবারও রাজাকারের দেশ হিসেবে পরিণত করবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেছেন ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। ভোট শেষে এখন পর্যন্ত পাওয়া ৫২২টি ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৯০ ও হিলারি ২৩২টি।



মন্তব্য চালু নেই