‘বিএনএফ’ থেকে ‘বিএনএ’
বিএনএফের নাম পাল্টে বিএনএ করলেন পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা।
বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পার্টির এ নাম পরিবর্তনের ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে এখন তার দলের নাম হবে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ)। একই সঙ্গে ১৩ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নাজমুল হুদা বলেন, ‘বিএনএফের নাম নিয়ে বিএনপির সঙ্গে বিরোধসহ রাজনৈতিকভাবে সামনে এগিয়ে যাওয়ার যথেষ্ট প্রতিবন্ধকতা রয়েছে। আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি এবং এদেশে একটি মানবাধিকার বাস্তবায়নের মাধ্যমে সুস্থ রাজনীতির ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব।’
দলের নাম পরিবর্তেনের ব্যাখ্যা দিয়ে নাজমুল হুদা বলেন, ‘ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা আমাদেরই ওপর বর্তায়। সে লক্ষ্যে জাতীয়তাবাদী ফ্রন্টের আবরণ থেকে যেহেতু প্রতিবন্ধকতার মুখে আমাদের পক্ষে এসব উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে না সে জন্য আমরা স্থির করেছি আমাদের দলটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের স্থলে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স হিসেবে দলটির নামকরণ করা। সেজন্যই দলের নাম পরিবর্তন করা হয়েছে।’
নাজমুল হুদা জানান, আমরা দলকে শুধুমাত্র জাতীয়তাবাদী সংজ্ঞায় সীমাবদ্ধ রাখতে চাই না। ন্যাশনাল অ্যালায়েন্স সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। দেশব্যাপী মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠার লক্ষে আমাদেরকে সরকার গঠন করতে হবে।
তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই বিএনএর প্রচারপত্র, গঠনতন্ত্র ও নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটি ঘোষিত হবে।’ আগামী বছরের ৫ জানুয়ারি দলের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান ব্যারিস্টার নাজমুল হুদা।
এক প্রশ্নের জাবাবে নামজুল হুদা বলেন, ‘আমি বিএনপিতে ফিরে যাওয়ার প্রশ্নই উঠে না। তবে জোটবদ্ধভাবে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন কোনো বাধা নেই।’
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘গুম, হত্যা কোনোভাবেই কাম্য নই। এজন্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার ওপর চাপ সৃষ্টি করতে হবে।’
বিএনএর ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটির অ্যাডহক কমিটিতে রয়েছেন চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ জিয়া, মেজর (অব.) হাবিব, ড. জাভেদ সালাউদ্দিন, সামসুল আলম খান, মহাসচিব কমান্ডার (অব.) এম শহিদুর রহমান পিএসসি (নেভি), যুগ্ম মহাসচিব মো. ফয়েজ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. শামীম আহসান, দপ্তর সম্পাদক মো. আক্কাস আলী খান, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, যুব বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সাচী আরাফাত চৌধুরী।
উল্লেখ বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে দল গঠন করেছিলেন।
মন্তব্য চালু নেই