বিআরটি প্রকল্পে ফিরতে চায় বিশ্বব্যাংক
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ফিরতে চায় বিশ্বব্যাংক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত এই অংশে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।
এর আগে সেতুমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সভা কক্ষে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করে। পরে সাংবাদিকদের এক প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক তিন বছর আগে বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বিআরটি প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছিল। কিন্তু মাঝে বিশ্বব্যাংক এ প্রকল্পে আগ্রহ দেখায়নি। এখন তারা ওই প্রকল্পের মধ্যে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত প্রকল্পে অর্থায়ন করতে চায়।’
তিনি জানান, ‘বাংলাদেশের কর্মকাণ্ডে পুরোদমে নিয়োজিত হতে এবং তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছে বিশ্বব্যাংক। প্রথম ধাপে ২৫০ মিলিয়ন ডলারে মহাখালী পর্যন্ত কাজটি করতে চায়। আমরা দ্রুত কাজ শুরু করতে বলেছি।’
ওই বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ভারপাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পালংকার।
মন্তব্য চালু নেই