বাড়ীতেই গোপনে চলছে পর্নোগ্রাফির শ্যুটিং: অতঃপর…

বাড়িটির নীচে দাঁড়িয়েই শোনা যাচ্ছিল সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন, কাট… ছেঁড়া ছেঁড়া কয়েকটা শব্দ। শ্যুটিং চলছে, জেনেই ওই বাড়িটিতে উপস্থিত হন সাদা পোশাকে থাকা বিধাননগর পুলিশের গোয়েন্দারা। তাঁরা জেনেই এসেছিলেন, ভারতের বিধাননগরের ওই বাড়িটিতে চুপিসারে পর্নোগ্রাফির শ্যুটিং হচ্ছে।

পুলিশি হানার আগাম খবর না-থাকায়, সতর্ক হতে পারেননি শ্যুটিংয়ের কলাকশলীদের কেউ-ই। অশালীন অবস্থাতেই তাঁদের কয়েক জনকে ধরা হয়েছে।

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, মোট ২৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দু-জন ক্যামেরাম্যান ছাড়াও রয়েছেন ওই বাড়ির মালিক। বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানেই সাধারণ ভাড়া দেওয়া হয়। সেই বাড়ি ভাড়া নিয়েই চলছিল অশ্লীল ছবির শ্যুটিং। আজ মঙ্গলবার আটককৃতদের আদালতে তোলা হবে।



মন্তব্য চালু নেই