বাড়ি থেকে ধরে নিয়ে চোখ বেধে পায়ে পুলিশের গুলি

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের গুলিতে শুকুর আলী (৩৫) নামক এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার শৈলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। শুক্রবার ভোররাতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের উপজেলার সন্নিকটে কাকশিয়ালী ব্রিজের ওপর এঘটনা ঘটে। গুলিবিদ্ধ শুকর আলীকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্য্রে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শুকুর আলী জানান পুলিশ তাকে বাড়ি থেকে ধরে এনে চোখ বেধেঁ পায়ে গুলি করেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ব্রিজ এলাকায় পুলিশ রাত্রিকালিন টহল দিচ্ছিল। শুকর আলী ও তার দু’জন সহযোগী মটরসাইকেলযোগে হেরোইন বহন করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর কয়েকটি ককটেল ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে শুকর আলী গুলিবিদ্ধ হয়। তবে অন্যরা পার্লিয়ে যায়। এদিকে,আহতের স্বজনরা অভিযোগ করেছেন, রাত দু’টার দিকে তাকে বাড়ী থেকে ধরে নিয়ে সাড়ে তিনটার দিকে ব্রিজের কাছে চোখ বেঁধে গুলি করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই