বাড়ির ছাঁদে চারঘন্টা ধরে উলঙ্গ হয়ে মহিলার একি কান্ড! (ভিডিও)

নগ্নতা যেন একটি শিল্পে পরিণত হয়েছে। ইংল্যান্ডের এক নারী একটি বাড়ির ছাদে নগ্ন হয়ে ৪ ঘণ্টা ধরে শরতের আবহাওয়া উপভোগ করেছেন। খবর ডেইলি মিররের।

খবরে বলা হয়, পূর্ব লন্ডনের একটি বাড়ির ছাদে নগ্ন হয়ে ৪ ঘণ্টা বসেছিলেন ২৯ বছর বয়সী শিল্পী পপি জ্যাকসন। যা দেখে বিস্মিত হয়েছেন রাকুয়েল রদ্রিগেজ নামের এক পথচারী।

screen-shot-2015-11-02-at-10-43-11-am

রদ্রিগেজ বলেন এ ঘটনা আমাকে বিস্মিত করেছে। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি যদি এমন কাজ করে ঘুরে বেড়াতাম পুলিশ তাহলে আমাকে আটক করতো।

Poppy-Jackson

প্রসঙ্গত, পপি জ্যাকসনের পরনে একটুকরো কাপড়ও ছিল না।

unnamed-1

ভিডিও:

https://youtu.be/gEN8A7yNelg



মন্তব্য চালু নেই