বাড়ির ছাঁদে চারঘন্টা ধরে উলঙ্গ হয়ে মহিলার একি কান্ড! (ভিডিও)
নগ্নতা যেন একটি শিল্পে পরিণত হয়েছে। ইংল্যান্ডের এক নারী একটি বাড়ির ছাদে নগ্ন হয়ে ৪ ঘণ্টা ধরে শরতের আবহাওয়া উপভোগ করেছেন। খবর ডেইলি মিররের।
খবরে বলা হয়, পূর্ব লন্ডনের একটি বাড়ির ছাদে নগ্ন হয়ে ৪ ঘণ্টা বসেছিলেন ২৯ বছর বয়সী শিল্পী পপি জ্যাকসন। যা দেখে বিস্মিত হয়েছেন রাকুয়েল রদ্রিগেজ নামের এক পথচারী।
রদ্রিগেজ বলেন এ ঘটনা আমাকে বিস্মিত করেছে। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি যদি এমন কাজ করে ঘুরে বেড়াতাম পুলিশ তাহলে আমাকে আটক করতো।
প্রসঙ্গত, পপি জ্যাকসনের পরনে একটুকরো কাপড়ও ছিল না।
ভিডিও:
https://youtu.be/gEN8A7yNelg
মন্তব্য চালু নেই