বাড়িতে লবঙ্গ আছে, এর গুণাগুণ জানলে আপনিও অবাক হবেন

সাধারণ কম বেশি সবার বাড়িতে লবঙ্গ থাকে। কম বেশি সবাই ব্যবহার করে এই ফলটি। রান্না কাছে ব্যবহার থেকে শুরু করে দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে লবঙ্গ। শুধু দাঁতের ব্যথাই সারায় না। লবঙ্গের হাজার গুণাগুণ রয়েছে। একবার জেনে নিন—

❏‌ কাজ করতে ইচ্ছে করছে না?‌ এক কাপ চায়ে এক ফোঁটা লবঙ্গ তেল ফেলে খেয়ে নিন। তরতাজা লাগবে।

❏‌ এক কাপ পানিতে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ঘরে স্প্রে করুন। ঘরের দুর্গন্ধ চলে যাবে।

❏‌ ছোট্ট ফ্ল্যাটের রান্নাঘরে অনেক সময়ই কোনো জানালা থাকে না। তাই মাঝেমধ্যে অদ্ভুত গন্ধ বেরোয়। পানিতে লবঙ্গ দিয়ে ফোটান। মুশকিল আসান।

❏‌ ফ্লাক্সে অনেক সময় গন্ধ হয়। ভালভাবে পরিষ্কার করার পর লবঙ্গ দিয়ে রেখে দিন।

❏‌ ব্রণ, ফুঁসকুরিও উপশম করে লবঙ্গ তেল। পানিতে মিশিয়ে মুখে লাগান। তবে বেশি নয়।

❏‌ গাছে পোকা মারার ওষুধ দেবেন না। বরং যেই গাছে পোকা ধরেছে, তার পাশের টবে লবঙ্গ গাছ পুঁতে দিন। পোকা গায়েব।

❏‌ লবঙ্গ চেবালে হাইপার টেনশন নিয়ন্ত্রণে থাকে।

❏‌ রান্নাঘরে খাবার-দাবারের জন্য মাছি আসে। একটা বাটিতে কয়েকটা লবঙ্গ রেখে দিন।

❏‌ লবঙ্গ আর দারুচিনির তেল পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করুন। পিঁপড়ে আসবে না।

সূত্র: আজকাল



মন্তব্য চালু নেই