বাড়ানো হচ্ছে নিরাপত্তা: সিসি ক্যামেরার আওতায় বিএফডিসি
বাংলাদেশ চলচ্চিত্রের কলা-কৌশলীদের কাজের কেন্দ্রস্থল হচ্ছে বিএফডিসি। যেখান থেকে একটি পূর্নাঙ্গ সিনেমার সূচনা হয়। প্রতিমুহুর্তে বিএফডিসিতে চলতে থাকে বাংলা সিমেনার দৃশ্য ধারণের কাজ।
এবার নতুন বছরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। বছরের শুরুতেই এই নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু হবে। আর এ জন্য ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা।তথ্যটি নিশ্চিত করেছেন বিএফডিসির পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ।
এ উপলক্ষে সম্প্রতি বিএফডিসির নিরাপত্তা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে কি কী সরঞ্জাম কিনতে হবে সে বিষয় সিদ্ধান্ত হয়।
সরঞ্জামের মধ্যে রয়েছে মূল ফটকে মেটাল ডিটেক্টর, বিএফডিসির বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা। যার ফলে এখন পুরো বিএফডিসি সিসি ক্যামেরার আওতায় থাকবে। জানা গেছে, ২০১৬ সালের মধ্যে কাজ শেষ করতে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য চালু নেই