বাড়লো অমিতাভের বাড়ির নিরাপত্তা
বলিউডের সুপার স্টার অমিতাভ বচ্চন। গোটা বিশ্বে তার ভক্তের অভাব নেই। শুধু নিজ দেশ ভারতের ভক্ত সামলাতেই তার জীবন যায় আর আসে। অমিতাভ তার ভক্তদের কথা মাথায় রেখে প্রতি রোববার তার বাড়ির সামনে এসে দাঁড়ান ভক্তদের সঙ্গে দেখা করতে। মানুষের প্রচন্ড ভিরে প্রতিবারই অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হয়। তাই এসব অবাঞ্ছিত পরিস্থিতি যেন আর না তৈরি হয় তাই অমিতাভের বাড়ি জলসার সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।এ বিষয়ে বিগ বি তার ব্লগে লেখেন, কিছু মানুষ ভেতরে ঢুকে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। তাই আমার বাড়ির পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। অনেক সময়ই পেছনের ভিড়ের চাপে সামনের সারিতে দাঁড়িয়ে থাকা লোকজন পড়ে যান। মহিলা ও শিশুরা অনেক সময় ভিড়ের চাপে আহত হয়েছেন। সকলের সুরক্ষার খাতিরে তাই এ নিরাপত্তা বাড়ানো হল।’
মন্তব্য চালু নেই