‘বাহুবলি-টু’ তে আনুশকাকে ছাপিয়ে তামান্না
‘সাইজ জিরো’ সিনেমার জন্য ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী আনুশকা শেঠি। সেই ওজনই এখন তার কাল হয়ে দাঁড়িয়েছে।
এসএস রাজামৌলি পরিচালিত হিস্ট্রি ওয়ার ড্রামা ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমায় রাজকন্যার চরিত্রে দেখা যাবে আনুশকাকে। কিন্তু এ চরিত্রের জন্য যে পরিমাণ ওজন কমানোর প্রয়োজন তা কিছুতেই কমাতে পারছেন না তিনি। এ নিয়ে নির্মাতা রাজামৌলি অনেকবার তার সঙ্গে কথাও বলেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
‘বাহুবলি-দ্য বিগিনিং’ সিনেমার ডিগ্ল্যামার রূপে দেখা আনুশকাকে। কিন্তু ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমায় তাকে রাজকন্যা চরিত্রে এবং বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে শোনা গিয়েছিল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আনুশকার বর্তমান অবস্থার কথা চিন্তা করে তার অংশটুকু কমিয়ে দেওয়ার চিন্তা করেছেন পরিচালক রাজামৌলি। অন্যদিকে সিনেমায় তামান্নার উপস্থিতি বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই তামান্নাকে আবারও তলোয়ার হাতে যুদ্ধ করতে দেখা যাবে।
আগামী ২৩ অক্টোবর প্রকাশিত হবে ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমার ফার্স্ট লুক। একই দিন এ সিনেমার অন্যতম প্রধান অভিনেতা প্রভাসের জন্মদিন। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
মন্তব্য চালু নেই