বাস্তব জীবনে ভাই-বোন যেসব বলিউড তারকারা

কেবল অতীতে নয়, আজকালকার ঝলমলে বলিউডেও কিন্তু ভাই-বোন তারকাদের সংখ্যা নেহাত কম নয়। এমন তারকা অনেকেই আছেন যারা বিখ্যাত এবং সম্পর্কে পরস্পরের ভাই-বোন বা কাজিন। যেমন ধরুন, রানি মুখারজি আর কাজল যে সম্পর্কে বোন, এটা অনেকেই জানেন। কিন্তু আপনি জানেন কি, সোনাম কাপুর আর অর্জুন কাপুরের মাঝে কী সম্পর্ক? চলুন, চিনে নিই বলিউডের তেমনই কিছু ভাই-বোন তারকাদের।

sonam-arjun

সম্পর্কে কাজিন এই দুই তরুণ তারকা।

M_Id_382432_aliabhatt

পূজা ভাট ও আলিয়া ভাট সম্পর্কে আপন বোন এটা অনেকেই জানেন। কিন্তু সিরিয়াল কিসার ইমরান হাশমি যে এই দুই বোনের কাজিন, সেটা জানেন কি?

roshan-jan25-8

জায়িদ খান ও ফারদিন খানও সম্পর্কে কাজিন।

f43121

কাপুর পরিবারের তিন নক্ষত্র কারিশমা, কারিনা ও রণবীর। সম্পর্কে কাজিন তারা, কারিশমা ও কারিনা আপন বোন।

402184-cousins-in-bollywood

প্রিয়াংকা চোপড়া ও পরিনীতির পাশাপাশি বলিউডে এসেছেন তাঁদের আরেক কাজিন মিরা।

farhan-zoya759

জোয়া ও ফারহান আখতার- আপন ভাইবোন।

yamla-pagla-deewana-music-launch_082

ভাই ভাই ববি ও আনি দেওল, সাথে কাজিন অভয় দেওল।



মন্তব্য চালু নেই