বাস্তবের টম অ্যান্ড জেরি
মার্কিন কার্টুনিস্ট উইলিয়াম হান্না ও জোসেফ বারবারার অতিবিখ্যাত সৃষ্টি টম অ্যান্ড জেরি। কার্টুন ছবির বিচিত্র জগতে টমকে জেরির হাতে যেভাবে নাজেহাল হতে দেখা যায়, বাস্তবে কিন্তু ঘটে তার উল্টো। মানুষমাত্রই দুর্বল কারও কৌশলী বিজয় দেখতে ভালোবাসে। একইসঙ্গে ভারি আনন্দ পায় যদি পরাজিতকেও আহত না হয়ে বিচিত্র হুটোপুটি খেতে দেখা যায়। আর এটাই বোধয় টম অ্যান্ড জেরির অতিজনপ্রিয়তার রহস্য, যার কারণে সারা পৃথিবীর শিশুরা তাদের হৃদয়ে ধরে রেখেছে, ভবিষ্যতেও রাখবে।
যাহোক। ভুলে গেলে চলবে না হান্না এবং বারবারা টম অ্যান্ড জেরিকে চারপাশের পরিবেশ থেকেই তুলে এনে অমরতা দিয়েছিলেন। এইতো সেদিন ফ্রান্সের ব্রিটানিতে আলোকচিত্রের শিক্ষার্থী এনোরা লেবোসের ক্যামেরায় ধরা পড়লো বাস্তবের এক টম অ্যান্ড জেরি জুটি। ব্রিটানি পার্কে তখন অপরাহ্ন। জেরিকে ধরতে গেলেই, ঘুরে টমের মুখের দিকে ফিরে দাঁতমুখ খিঁচে হুমকি চালান দিলো সে। পরমুহূর্তে ঝটিকাদৌড়, হুলো মার্জারের থাবা থেকে ফসকে গেল ছোট্ট মুষিক। পাল্টা ভেংচি কাটা ছাড়া আর কোনো উপায় থাকলো না টমের, তাই কেটে দেখিয়ে দিলো সেও।
মন্তব্য চালু নেই