বাসের ধাক্কায় মাশরাফি আহত

অনুশীলনে অংশ নিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় চড়ে মিরপুর স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন মাশরাফি। এ সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। পড়ে গিয়ে দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান মাশরাফি। দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পর্যবেক্ষনে রয়েছেন মাশরাফি। মাশরাফিকে নিয়ে শঙ্কার তেমন কিছু নেই বলে জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই