বাসর রাতে বরের আত্মহত্যা
টাঙ্গাইলের বাসাইলে ফুলশয্যার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বর। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবার। উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান গ্রামের শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মৃত লিটন মিয়া (২৮) কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮মাস আগে লিটনের খালাতো বোন সাবিনা আক্তারের (১৯) বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ের কাজ সম্পন্ন করে সাবিনাকে উঠিয়ে আনা হয়। নিয়মানুযায়ী রাতে তাদের ফুলশয্যায় পাঠানো হয়। রাতের কোনো এক সময় লিটন ঘরে বউকে রেখে বাইরে যায়। রাতে আর ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি শুরু করে। শনিবার ভোরে বাড়ির পাশের একটি গাছে লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে দুপুরের দিকে লাশ দাফন করা হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি নুরুল ইসলাম বলেন, এ রকম কোন ঘটনা আমার জানা নেই।
মন্তব্য চালু নেই