বাসরঘরে স্বামীর বিরুদ্ধে নববধূর জিহাদের সিদ্ধান্ত!

বিয়ের রাতে বাসরঘরে নববধূর কাছে আরো যৌতুক চেয়েছিলেন স্বামী। এতে নাখোশ হন নববধূ। মনে মনে স্বামীর বিরুদ্ধে জিহাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।
সালিশি বৈঠক ডেকে ওই সভায় ফোন করে স্বামীকে তালাক দিয়ে দেন ওই নববধূ। তরুণী এমন ঘটনা ঘটিয়ে রীতিমতো পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন।
এ ঘটনা উল্টাপাল্টা মনে হলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনওতে। যদিও পরে ওই সালিশি সভায় তরুণীর স্বামীকেও বাধ্য করা হয় তার স্ত্রীর ইচ্ছেকে সম্মান জানাতে।
জানা গেছে, দিন কয়েক আগে ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ আরিফের। বিয়ের সময় তরুণীর বাড়ি থেকে প্রচুর টাকা খরচও করা হয়।
সঙ্গে দেয়া হয় যৌতুকও। কিন্তু এরপরও বিয়ের দিন রাতে তার কাছে নতুন করে আরো যৌতুক চায় আরিফ। তাতেই ঘটে বিপত্তি।
পঞ্চায়েতে নালিশ জানানোর পাশাপাশি নিজের বাড়িতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী। অবশেষে ডাকা হয় সালিশি সভা।
সেখানেই ফোন করে স্বামীকে সরাসরি তালাক দিয়ে দেন তিনি। পঞ্চায়েত সদস্যরাও তার কথায় সম্মান জানানোর সিদ্ধান্ত নেন।
মন্তব্য চালু নেই