বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৩৫ হাজার জাল টাকাসহ ১ যুবক গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল বাজার বাসষ্ট্যান্ড থেকে রবিবার রাত ৯টার দিকে থানা পুলিশ ২টি ১হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরো ৩৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের তার নাম স্বদেশ সরকার (১৯)। তার পিতার নাম স্বপন সরকার। বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে।

বালিয়াকান্দি থানার ওসি এস,এম শাহজালাল জানান, ঈদকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে। রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বালিয়াকান্দি ইলিশকোল বাজার বাসষ্ট্যান্ড থেকে ২টি ১হাজার টাকার জাল নোটসহ স্বদেশ সরকারকে আটক করা হয়।

আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার ভাড়াটিয়া বাসা থেকে একটি কাপড়ের ব্যাগের মধ্যে থেকে ৩৩ হাজার টাকার জাল নোট, একটি সোনালী ব্যাংকের সীল, প্যাড ও আঠা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। এব্যাপারে থানার এস,আই মোশারফ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই