বালিয়াকান্দি কাজেম মার্কেটে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভুত

রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ রোডের কাজেম মার্কেটে সোমবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকান্ডে মোটরস শো-রুমসহ ৫টি দোকানে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে কাজেম মার্কেটের নিপা মোটরস শো-রুমে থাকা ১৫টি মোটর সাইকেল, ২০টি টেলিভিশন,১৬টি ফ্রিজ, নগদ ৫০ হাজার টাকা, ৩০লক্ষ টাকার রাইস কুকার, ফ্যানসহ অন্যান্য মালামাল, দেবনাথ মোটরস, শিহাব ষ্টোর, জাকির হোসেন টেইলার্স, মতিয়ার রহমানের ভুষিমালসহ পুড়ে ও ধোয়ায় নষ্ট হয়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।



মন্তব্য চালু নেই