উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচন ১৫ জুন
বালিয়াকান্দির ২টি ওয়ার্ডে ৫ প্রার্থী প্রচারনায় ব্যস্ত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদের নির্বাচন আগামী ১৫জুন। নির্বাচনকে সামনে রেখে ২টি ওয়ার্ডে ৫ প্রার্থী প্রচারনা চালাচ্ছে। নিজেদের অবস্থান তৈরী করতে ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা চালিয়ে যাচ্ছে।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটাইনিং অফিসার এম. মাজহারুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা,২০১৩ এর বিধি ১৩ অনুসারে নির্বাচন কমিশন চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠানের প্রজ্ঞাপন জারী করেছে। ২১ মে রিটাইনিং অফিসার/সহকারী রিটাইনিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছে ৫জন প্রার্থী , আগামী ৩০ মে রিটাইনিং অফিসারের নিকট প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল আলম জানান, নারুয়া, জঙ্গল ও নবাবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডে ৩জন প্রার্থী নবাবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আছমা, জঙ্গল ইউনিয়নের মহিলা সদস্য নীলিমা চৌধুরী ও নারুয়া ইউনিয়নের মহিলা সদস্য পাপিয়া সুলতানা। ইসলামপুর, বহরপুর, বালিয়াকান্দি, জামালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড ২জন প্রার্থী জামালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া বেগম ও বহরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা বেগম বিউটি।
তবে সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্যদের মধ্যে এ নির্বাচনে অংশ গ্রহন করে ২জন প্রার্থী বিজয়ী হবেন। ভোট প্রদান করবেন ৭টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা। এ নির্বাচন নিয়েও মানুষের মাঝে উৎসবের আমেজ বইছে।
মন্তব্য চালু নেই