বালিয়াকান্দির গড়াই নদীর চরাঞ্চলে বসবাসকারীদের সাথে মতবিনিময়

আগামী ৬জুন ঢাকা ফার্মগেট বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে প্রথম জাতীয় চর সম্মেলন-২০১৫ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গড়াই নদীর চরাঞ্চলে বসবাসকারীদের সাথে শুক্রবার সকালে পল্লী বন্ধু সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় চর সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে গড়াই নদীর কোনাগ্রাম চরের ভুমিহীন পল্লীতে মতবিনিময়ে বক্তৃতা করেন, পল্লী বন্ধু সংস্থার পরিচালক রুহুল আমিন বুলু, ভুমিহীন অহেদ আলী, আঃ আজিজ, রবিউল ইসলাম, ফারুক হোসেন, জামাল, আলেকা বেগম, বাবলু, সোহেল, জামসের আলী, মোমিন, পচো বেগম, রাবেয়া বেগম, সাবানা বেগম প্রমুখ।

তারা বলেন, চরে বসবাস করতে গেলে মামলা, হামলার শিকার হতে হয়। তাদের নিয়ে এই প্রথম জাতীয় সম্মেলন হতে যাচ্ছে এতে আনন্দিত। তাদের দাবীগুলো গ্রহন করে পদক্ষেপ নিতে সরকারকে প্রতি আহবান জানান।

উল্লেখ্য, এ সম্মেলন প্রথম চর সম্মেলন জাতীয় কমিটির সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলনে দেশের ৮০টি এনজিও অংশগ্রহন করবেন।



মন্তব্য চালু নেই