বালিয়াকান্দিতে ৬ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাঁইগোবিন্দপুর শ্রী শ্রী রাধানাথ অঙ্গনে ৬৩ দোলযাত্রা উপলক্ষে ৬ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শনিবার মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরনের মধ্যে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল পঞ্চম দোল, ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ,শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন, ভোগরাগ প্রসাদ বিতরন। অনুষ্ঠানে নাম সূধা পরিবেশন করেন বাগেরহাটের রাম নারায়ন, ফরিদপুরের শ্রীকৃষ্ণ সেবা সংঘ, খুলনার শিবশংকর, রাজবাড়ীর যোগমায়া, গৌর নিতাই, শিবমন্দিও সমপ্রদায়। লীলাকীর্ত্তন পরিবেশন করেন ভারতের শ্যামলী দাসী,গোপাল দাস বাবাজী, সাতক্ষীরার মিতালী কর।
মন্তব্য চালু নেই