বালিয়াকান্দিতে ৩শত টাকার জন্য মারপিট মোবাইল ও নগদ টাকা ছিনতাই
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ৩শত টাকা পাওনাকে কেন্দ্র করে মারপিট করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে। মারপিটের শিকার হয়েছে কাঠব্যবসায়ী রকিব সেখ (২৫)। তার পিতার নাম নজরুল সেখ। বাড়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রকিব সেখ জানান, সকাল ৮টার দিকে মকছেদ সেখ এসে ৩শত টাকা দাবী করে। টাকা পরিশোধ করা হয়েছে বললে মকছেদ সেখ ও আকছেদ সেখ ক্ষিপ্ত হয়ে ওঠে। কথাকাটাকাটির একপর্যায়ে তাকে বেধড়ক ভাবে মারপিট করে কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে পাঠায়।
মন্তব্য চালু নেই