ফনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, বাংলামদসহ নেশাজাতীয় দ্রব্যাদী
বালিয়াকান্দিতে যত্রতত্র মাদকের ছড়াছড়ি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে যত্রতত্র মাদকের ছড়াছড়ি। প্রকাশ্য বিক্রি হচ্ছে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। এসকল মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বসের দিকে চলে যাচ্ছে। প্রশাসন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে শুরু করে মাদক ব্যবসা।
জানাগেছে, উপজেলার নারুয়া, বালিয়াকান্দি, ইসলামপুর, জামালপুর, বহরপুর, নবাবপুর ও জঙ্গল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে বিক্রি হচ্ছে ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদক বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে র্যাব ও পুলিশ দু-একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠালেও কিছুদিনের মধ্যেই তারা জামিনে মুক্তি পেয়ে যায়।
মুক্তি পেয়ে আবারও শুরু করে মাদকের ব্যবসা। মাদকের সহজ লভ্যতার কারনে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও উঠতি বয়সী যুবকেরা নেশায় জড়িয়ে পড়ছে। সচেতন অভিভাবকরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে প্রশাসনের অভিযান কামনা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে মাদক কেনা-বেচা বেড়ে যাওয়ার ফলে আশঙ্কাজনক হাড়ে বাড়ছে চুরিসহ নানারকম অপরাধ।
মন্তব্য চালু নেই