বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় বুধবার বিকালে জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করাসহ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জামালপুর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে জামালপুর বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে শহিদের দোকান থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় তাকে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনের ৫(১) ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে জামালপুর বাজারের চন্দনা নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে মাংস বাজারের এক মাংস বিক্রেতার দাড়ী পাল্লা ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
মন্তব্য চালু নেই