বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অশ্লীল ছবি ডাউন লোডকারীসহ ৫ ব্যবসায়ীর জরিমানা
মোবাইল ফোনে অশ্লীল ছবি ডাউন লোড, ওজনে কারচুপি ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বুধবার বিকালে জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের সুধির বিশ্বাসের ছেলে সুদেব বিশ্বাসের মিষ্টি দোকানে নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গেন্দারদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আঃ রাজ্জাককে ওজনে কারচুপির দায়ে বিএসটিআইয়ে ৫শত টাকা, গাড়াকোলা গ্রামের সায়েদ বিশ্বাসের ছেলে জাহিদ হোসেনের বিএসটিআইয়ে ৫শত টাকা, রুকনী গ্রামের আমিন উদ্দিনের ছেলে সুমন হোসেনকে পণ্যে ছবি মোবাইলে ডাউন লোড দেওয়ার অপরাধে ৫শত টাকা , মথুরাপুরের বিনয় চন্দ্র দাসের ছেলে বিপ্রত দাসকে পণ্যে ছবি মোবাইলে ডাউন লোড দেওয়ার অপরাধে ৫শত টাকা ও ডাঙ্গাহাতিমোহন গ্রামের কারী শামসুল হকের ছেলে আব্দুল্লাহের কম্পিউটারের হার্ডডিক্স জব্দ করেন।
এদেরকে ভোক্তা অধিকার, পণ্যে ছবি মোবাইলে ডাউন লোড দেওয়ার অপরাধে ৫জন ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, উপজেলার প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য চালু নেই