পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বালিয়াকান্দিতে থানার ওসির ২৪ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবী

কতিপয় বখাটে ও উৎশৃঙ্খল যুবক কর্তৃক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে লাঞ্ছিত এবং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসহযোগিতামুলক আচরন করে। এরই প্রতিবাদে উপজেলার সকল স্কুলের পরীক্ষা বন্ধ রেখে রবিবার সকাল ১১টায় শিক্ষক সমিতি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সুদর্শন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সাবেক সভাপতি আঃ রউফ বিশ্বাস, তেতুলিয়া মাদ্রাসার সুপার মুরাদুল ইসলাম, উপজেলা গ্রন্থগারিক এসোসিয়েশনের আহবায়ক ও শিক্ষক কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির মুন্সী, একত্বা ঘোষনা করে বক্তৃতা করেন, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মনিরুল ইসলাম সিজার, উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সনজিৎ দাস ও লাঞ্ছিত প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, গত ৪ এপ্রিল বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্রীকে এস,এস,সি পরীক্ষার্থী খালিদ বিন অলিদ এবং নবম শ্রেণীর ছাত্র ডিজু শ্লীলতাহানীর উপযুক্ত বিচার করায় তারা ক্ষুদ্ধ হয়। গত ১১ এপ্রিল প্রধান শিক্ষক স্কুল থেকে বাড়ী ফেরার পথে আলামিন ভুইয়া, ডিজুসহ ৪জন তার উপর লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে হামলা চালায়।

এলাকাবাসী ডিজু ও আলামিন ভুইয়াকে ছুরিসহ থানায় সোপর্দ করে। শিক্ষক সমিতির নেতারা লাঞ্ছিত শিক্ষককে নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহন না করে অসৌজন্যমুলক আচরন করে।

বিষয়টি উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন লোকজনের জানালে অভিযোগ লিখতে বলে আটককৃতদের ছেড়ে দেয়। তারা অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ ওসিকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষক নেতারা।



মন্তব্য চালু নেই