বালিয়াকান্দিতে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার জাতা
আধুনিক যন্ত্রপাতির আদলে মানুষের জীবন যাত্রা বদলে যাচ্ছে। সেই সাথে গ্রাম বাংলার অনেক হারিয়ে যাওয়ার অন্যতম জাতা। গ্রামের প্রায় প্রতিটি বাড়ীতে দেখা যেত জাতা। জাতা দিয়ে ভাঙ্গানো হতো মশারী, খেসারী, মাশ কলাইসহ প্রভৃতি রকমের ডাউল।
পাথরের তৈরী জাতা দিয়ে যখন কাজ করতো একটি মিষ্টি ধরনের শব্দ হতো। এখন আর চোখে পড়ে না সচারাচার জাতার ব্যবহার। উন্নত ধরনের মেশিন তৈরী হওয়ার কারনে সুখ প্রিয় বাঙ্গালী পরিবার আর কষ্ট করতে চায় না।
তারপরও গ্রামাঞ্চলের অনেক পরিবার জাতেকে ঐতিহ্য হিসাবে ধরে রেখেছেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে খোজ নিলে দু,একটি পরিবারের মধ্যে জাতা পাওয়া যাবে। হয়ত আর কিছু দিন পর এ জাতা কালের আবর্তে হারিয়ে যাবে।
মন্তব্য চালু নেই