বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে ‘লাল চিঠি’ দিয়ে হুমকি!
হরতালের মধ্যে ক্লাস নেয়ায় রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাল রঙয়ের কাগজে লেখা একটি চিঠিতে হুমকি দেয়া হয়েছে। হরতাল ও অবরোধের মধ্যে ক্লাস চালিয়ে গেলে বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
‘আন্দোলনকামী কর্মীবাহিনী’ নামে চিঠিটি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে চিঠিটি হাতে পাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর রাজপাড়া থানায় একটি জিডি করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
প্রধান শিক্ষক আইরিন জাফর জানান, ‘শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে বিঘ্ন না হয় সেজন্য হরতালের মধ্যেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে কারণে হরতালের দিনগুলোতেও ক্লাস চলতো। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতেও প্রায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকতো। বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র আছে। সে কারণে যেদিন পরীক্ষা থাকে ওই দিন কোনো ক্লাস হতো না। এছাড়া অন্য সব দিনেই ক্লাস হতো।’
তিনি আরও জানান, সকালে তিনি ‘লাল চিঠিটি’ হাতে পেয়েছেন। সকালে এসএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষার সব কার্যক্রম শেষ করে তিনি রাজপাড়া থানায় একটি জিডি করেছেন। এছাড়াও রাজশাহী পুলিশ কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগও দিয়েছেন।
এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চিঠিতে প্রধান শিক্ষকের উদ্দেশে লেখা হয়েছে, ‘হরতালের দিনগুলোতে আপনার প্রতিষ্ঠান যদি চালান তাহলে আপনার গতিপথ আমরা পরখ করছি। কখন, কবে, কোনো সময় আপনার প্রতিষ্ঠানে পেট্রোলবোমা নয়তো অন্য কোনো বোমা বিস্ফোরিত হলে তার দায়িত্ব কে নেবে? আপনি না সরকারি দল? না বিরোধী দল? যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে শিশুদের সমস্ত দায়দায়িত্ব আপনার ওপরেই বর্তাবে বলে আমরা মনে করি।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনার চক্রান্ত দেশের জনগণ আজ ধরতে পেরেছে। সে জন্য সবাই সচেতন। শুধুমাত্র আপনি এখনও সচেতন হন নাই। সে জন্য আমরা দুঃখিত। আমরা মনে করছি, এ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বোধোদয় হবে। আপনি হরতালের দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের সাধারণ পোশাকেও প্রতিষ্ঠান চালাবেন না।’
এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন ওসি মেহেদী হাসান।
মন্তব্য চালু নেই