বার্সেলোনায় নেইমারের ‘ফিফটি’

বার্সেলোনায় দারুণ সময় পার করছেন নেইমার। প্রায় নিয়মিতই গোল করে দলের জয়ে অবদান রেখে চলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। শনিবার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। দলের প্রথম গোলটি আসে নেইমারের দারুণ এক হেড থেকে।

সোসিয়েদাদের জালে বল জড়িয়ে বার্সেলোনার জার্সিতে ‘ফিফটি’ করেছেন নেইমার। অর্থাৎ বার্সার জার্সিতে নেইমারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০টি।

২০১৩ সালের মে মাসে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। প্রথম মৌসুমে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। ২০১৩-১৪ মৌসুমে বার্সার হয়ে ৪১ ম্যাচে মাত্র ১৫ গোল করেছিলেন নেইমার। তবে এ মৌসুমে এরই মধ্যে ৪৬ ম্যাচে বার্সাকে ৩৫ গোল উপহার দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

নেইমারের মতো তার দল বার্সেলোনাও দারুণ ছন্দে আছে। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শিরোপার খুব কাছে চলে গেছে কাতালানরা। কোপা ডেল রে-র ফাইনালেও পৌঁছেছে তারা। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা।

সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে বার্সেলোনা। এমনকি, ৬৩৮ মিনিট পর্যন্ত তারা কোনো গোল হজম করেনি। এ মৌসুমে বার্সেলোনার ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ মিলে গোল করেছেন ১১২টি। আর মৌসুমটা দারুণ উপভোগ করছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পর ‘গোল টেলিভিশন’কে নেইমার বলেন, ‘মৌসুমের শুরু থেকেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। অসাধারণ এক মৌসুম পার করছি আমরা।’



মন্তব্য চালু নেই