বার্সা-রোমা সমানে সমান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ক্লাব রোমার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই দলের লড়াই শেষ হয়েছে ১-১ ব্যবধানে।

রোমার মাঠে শুরুতে লিড নিয়েছিল বার্সা। ২১ মিনিটে দুর্দান্ত শটে জালে বল জড়ান ফরোয়ার্ড লুই সুয়ারেজ। তবে সমতায় ফিরতে সময় নেয়নি রোমা। খেলার ৩১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। গোল করেন ফ্লোরেনজি। দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে।

এদিকে অন্য খেলায় গোল উৎসব করেছে ইংলিশ ক্লাব চেলসি। তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যাক্কাবি তেল আভিভকে। চেলসির হয়ে গোল করেন উইলিয়ান (১৫ মিনিট), অস্কার (৪৫+ মিনিট), ডিয়েগো কস্তা (৫৮ মিনিট) ও ফ্যাব্রিগাস (৭৮ মিনিট)।



মন্তব্য চালু নেই