বার্সা-অ্যাটলেটিকো ম্যাচই যেন ফাইনাল

রোববার ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে উৎসব করতে গিয়েও পারলেন না অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকরা।

বার্সেলোনা এদিন ভ্যালেন্সিয়ায় উড়ে গিয়ে এলচের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় মালাগার বিরুদ্ধে জয়ই অ্যাটলেটিকোকে দিতে পারত লিগ খেতাব। কিন্তু এদিন স্বাগতিক দলের খেলার একেবারে শেষের দিকে আদ্রিয়ানের শট মালাগার গোলকিপার উইলি ক্যালবেরো দারুণভাবে বাঁচালে লা লিগা বেঁচে রইল শেষদিন পর্যন্ত। আগামী সপ্তাহে (১৭ মে) বার্সেলোনার বিরুদ্ধে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর লড়াইটাই ঠিক করবে এই মরসুমে লা লিগার মালিক কে।

বার্সেলোনার থেকে তিন পয়েন্টে এগিয়ে থেকে রোববার নিজেদের মাঠে মালাগার মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো। একই সময়ে এলচের ঘরের মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। লিগের নিচের সারির দলটি পুরো সময় হতাশ করে গিয়েছে জাভি-ইনিয়েস্তা-মেসিদের। খেতাবের লড়াইয়ে অ্যাটলেটিকোর সঙ্গে টক্কর দিতে একটা জয় দরকার ছিল বার্সার। সেই জয়ই এলো না বার্সেলোনা শিবিরে। এদিকে, সেল্টা-ভিগোর কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরে লা লিগা জেতার দৌঁড় থেকে নিজেদের এক রকম ‘প্রত্যাহার’ই করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোদের আর খেতাব জেতার কোনো সম্ভাবনা নেই।



মন্তব্য চালু নেই