বার্সার ঘরে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ লিগের ট্রফি

স্প্যানিশ লিগে দেপোর্দিভো লা করুনার সঙ্গে ২-২ গোলে শেষ ম্যাচে ড্র করল বার্সেলোনা। আগেই লিগের শিরোপা নিশ্চিত করে রেখেছিল দলটি। বার্সার জন্য দিনটি ছিল শুধু ট্রফি হাতে নেওয়ার। অন্যদিকে আরেক ম্যাচে ৭-৩ গোলে গেতাফেকে হারাল রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেষ হয় বার্সেলোনা ও দেপোর্দিভো লা করুনার ম্যাচটি। বার্সেলোনার পক্ষে গোল দুটি করেন লিওনেল মেসি (৫ ও ৫৯ মিনিট)। অন্যদিকে দেপোর্দিভার পক্ষে গোল করেন লুকাস (৬৭ মিনিট) ও ডিয়োগো সালোমাও (৭৬ মিনিট)।

এটি ছিল বার্সেলেনোর হয়ে জাভির শেষ ম্যাচ। এক ম্যাচ হাতে রেখে আগেই শিরোপা জিতে নেয় বার্সা। ম্যাচ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় স্প্যানিশ লিগের ট্রফি।

এ দিকে ৭-৩ গোলে গেতাফেকে হারায় রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটার সময় ম্যাচটি শেষ হয়। রিয়ালের পক্ষে তিনটি গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো (১৩, ৩২ ও ৩৪ মিনিট)। একটি করে গোল করে জে হারনান্দেজ ৪৭ মিনিট), জে রদ্রিগেজ (৫১ মিনিট), জেসে (৭১ মিনিট) ও মার্সিলো (৯০ মিনিট)।

অন্যদিকে গেতাফের পক্ষে গোল করে সার্জিও এসকুডেরো (২২ মিনিট), ডিয়েগো ক্যাস্টো (২৬ মিনিট) ও এম লাকেন (৪২ মিনিট)।



মন্তব্য চালু নেই