বারবার বিকিনি পরানোর ‘প্রতিশোধ’ নিলেন সানি!

বারবার তাঁকে পরিচালক বলছেন, এটা বিকিনি দৃশ্য। তিনিও সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজনে বিকিনি পরে হাজির হয়েছেন। ব্যাপারটা এতবার ঘটেছে যে তিনি নাকি হাঁফিয়ে উঠেছিলেন। আর তাই সিনেমার কাজ শেষে পরিচালককে একটু প্রতিশোধ নিলেন সানি লিওন।

মস্তিজাদে সিনেমার পরিচালক মিলাপ জাভেরিকে তাই নিজে হাতে একটা নকল বিকিনি পোশাক উপহার দিলেন সানি। (ছবিতে দেখুন সেই প্রতিশোধের উপহার)

পরিচালক নিজেই বলছেন, ‘ওকে সিনেমায় এত বিকিনি পরিয়েছি, যে অনেকটা প্রতিশোধ নিতে ও আমায় বিকিনি উপহার দিল।’প্রীতিশ নন্দীর প্রযোজনায় এই সেক্স কমেডিতে সানির পাশাপাশি আছেন তুষার কাপুর ও বীর দাস। এই সিনেমায় কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। হেট স্টোরি থ্রি- এর কারণে এই সিনেমার মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। ছবির প্রচারের কাজে জোর কদমে ময়দানে নামছেন সানি লিওন।



মন্তব্য চালু নেই