বাবা-মার চুমু খাওয়া অপছন্দ মেয়ের!
মেয়ের আবদার। তাই চুমু খেতে পারবেন না বাবা-মা। কেবলমাত্র তাঁকেই চুমু খেতে হবে। একটু এদিক-ওদিক হলেই হাপুস নয়নে কান্না। আমেরিকার মেরিল্যান্ডে ম্যাট এবং ক্রিসি হ্যানেকেনের ছোট্ট মেয়ে এলা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। কারণ গত ৩ অক্টোবর মেয়ের অদ্ভূত বায়নার ভিডিওটি শেয়ার করেছিলেন ক্রিসি। যেখানে দেখা যাচ্ছে, এলা বাবা-মাকে চুমু খেতে দেখলেই হাপুস নয়নে কাঁদছে। অথচ তাঁরা যখন এলাকে চুমু খাচ্ছে দিব্যি হাসি ফুটছে ছোট্ট এলার মুখে। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এখনও অবধি ১ কোটি ৪০ লক্ষ জন ভিডিওটি দেখেছেন। লাইক করেছেন এক লক্ষ। ফেসবুকে শেয়ার হয়েছে ১ লক্ষ ৩০ হাজার বার।
মন্তব্য চালু নেই