বাবা ১৩ বছরের আর মা ১২ বছরের কিশোরী‚ জন্ম হল ফুটফুটে কন্যাশিশুর

১২ বছরের কিশোরী আর ১৩ বছরের কিশোর। দুজনে একসঙ্গে একটা বড় দায়িত্ব পালন করার শপথ নিয়েছিল। বয়সের হিসেবে কাজটা নেহাত কম নয়। এবং কাজটা হল নিজেদের সন্তানকে বড় করে তোলা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছর তিনেক আগে মা হয়েছিল ১২ বছরের ওই কিশোরী। জন্ম দিয়েছিল ফুটফুটে এক কন্যাসন্তানের। সদ্যোজাতর ওজন ছিল ৭ পাউন্ড।

এই সন্তানের বাবার বয়স ১৩। এবং এই বাবা–মাকে বলা হয়ে থাকে গ্রেট ব্রিটেন, এবং সম্ভবত পৃথিবীর সর্বকনিষ্ঠ বাবা–মা। অর্থাৎ youngest parents।

কিশোরী যখন প্রাইমারি স্কুলের ছাত্রী, তখনই প্রেমে পড়ে সে। সম্পর্ক তৈরি হয় পাড়ার কিশোরের সঙ্গে। দুজনেরই বাড়ি লন্ডনের উত্তর প্রান্তে এক জনপদে।

সম্পর্ক হওয়ার কিছুদিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এখন এই খুদে বাবা–মা অঙ্গীকার করে, তারা দুজনে মিলে বড় করে তুলবে তাদের মেয়েকে।



মন্তব্য চালু নেই