বাবা হচ্ছেন আশরাফুল
চলতি বছরের আগস্টে কাটবে নিষেধাজ্ঞা। তবে তার আগেই খুশির সংবাদ পেলেন মোহাম্মদ আশরাফুল। বাবা হতে চলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেপ্টেম্বরেই তার স্ত্রীর কোল জুড়ে আসছে সন্তান। আশরাফুলের ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে।
আশরাফুল গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন। অর্চি ইতিমধ্যে অনার্স শেষ করেছেন। দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।
এদিকে, ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের শাস্তি হিসেবে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। এরপর শাস্তি কমিয়ে তা আনা হয় তিনবছরে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এ বছরের ১৬ আগস্ট। আশরাফুল গত এপ্রিল থেকে পুরোদমে অনুশীলন শুরু করেন।
মন্তব্য চালু নেই