বাবা-মা হওয়ার বিপত্তি
পারিবারিক ফটোগুলো সাধারণত কেমন হয়? এক ফ্রেমে দুই অথবা তিন প্রজন্ম, হাস্যোজ্জ্বল মুখ- এইতো। কিন্তু বাস্তবে একটা পরিবারের দৈনন্দিন জীবন কি ওরকম? মোটেও নয়। বিশেষ করে যদি বাড়িতে থাকে দু’এক বছর ব্যবধানের কয়েকটি বা একটি শিশু। একজন সৌখিন ফটোগ্রাফারের ক্যামেরায় এমনি কিছু ছবি:
মন্তব্য চালু নেই