বাবা-মাকে ছাড়া থাকাটাই ছিল বড় কষ্টের : মুস্তাফিজ

রাজা আসবেন তাই প্রন্তুত ছিল রাজমঞ্চ।মহানায়কের আর্বিভাব বুঝি এমনই হয়।৫৫ দিন পর ঘন্টা খানেকের ফ্লাইট বিলম্ব শেষে গতকাল রাত পোনে ১১টায় শাহজালাল আন্তার্জতিক বিমান বন্দরে পৌছায় দেশীয় ক্রিকেটের সময়ের এই বড় বিজ্ঞাপন। তাকে অভিনন্দন জানানোর জন্য বিমান বন্দরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য হাজির ছিলেন ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লাজুক স্বভাবের এই ক্রিকেটার বলেন,‘আমি যেহেতু অনেক ছোট দেশের বাইরে ‘বাবা-মা’ ও পরিবারের সদস্যদের ছাড়া থাকাই ছিল অনেক কষ্টের।জানালেন ইন্ডিয়াতে থাকার সময় প্রতিটি মূহুর্ত দেশকে খুব মিস করেছি।’ তবে আইপিএল যে তাকে অনেক কিছু শিখিয়েছে তা জানাতে ভুললেন না এই তারকা।



মন্তব্য চালু নেই