বাবা দিবসে তামিমের অনুভূতি

আজ রোববার (১৯ জুন) বাবা দিবস, আর এ দিবসে সন্তানের পাশাপাশি বাবাদেরও আগ্রহ বা উৎসাহের কমতি নেই। তবে সব কিছুর মধ্যে প্রথম বার বাবা হবার অনুভূতি একটু ভিন্ন। সেই সন্তানকে নিয়ে বাবা দিবস পালন করেন অনেক বাবা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের গত ২৮ ফেব্রুয়ারী

বাবা হওয়ার স্বাদ গ্রহন করে। ব্যাংককের একটি হাসপাতালে পৃথিবীতে আসে তামিমের পুত্র।বাবা হবার পর এটি তার প্রথম বাবা দিবস।

কি তার অনুভূতি? কি বা পরিকল্পনা সন্তানকে ঘিরে এই ক্রিকেটার বাবার?

এই প্রশ্নের জবাবে তামিম বলেন, এই অনুভূতি সত্যি প্রকাশ করার মত না। মুখের ভাষা দিয়ে এই অনুভূতি বোঝানো যাবে না। এ এমন এক অনুভূতি যা বুঝতে হলে নিজেকে ওই জায়গায় বসাতে হবে। আর ছেলে এখনো ছোট, কোন কথা বলতে পারে না, কথা শুনতে পারলে অনুভূতিটা হত স্বর্গীয়।

প্রসঙ্গত, চলমান ডিপিএলে তামিম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবহানির হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন।



মন্তব্য চালু নেই