বাবার দেশে তামিম-পুত্র

ক্রিকেটার তামিম ইকবালের প্রথমবারের মত বাবা হওয়ার খবরটা বেশ পুরনো। গত ২৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে পৃথিবীর আলো দেখেন জুনিয়র তামিম – আরহাম ইকবাল খান।
এতদিন ভিনদেশেই ছিলেন খান পরিবারের এই নতুন সদস্য। এবার তিনি দেশে ফিরছেন। সাথে আছেন তার মা আয়েশা সিদ্দিকা ইকবাল। শুক্রবারই বাংলাদেশে পৌছানোর কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য দিলেন খোদ আয়েশা ইকবাল। লিখেছেন, ‘অবশেষে জুনিয়র তামিমকে নিয়ে দেশে ফিরছি।
মন্তব্য চালু নেই