বাবার জন্মদিনে ছেলের ছবি পোস্ট দিলেন রিতেশ !
গত মঙ্গলবার ২৬ মে ছিলো বলিউড সুপারস্টার রিতেশ দেশমুখের বাবা মৃত বিলাসরাও দেশমুখের ৭০ তম জন্মদিন। বাবার অনুপস্থিতে এদিন স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন রিতেশ। আর এদিন নিজের বাবাকে শ্রেষ্ঠ বাবা বলে উল্লেখ করে নিজের ছেলের জন্যও তিনি এমন বাবা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
রিতেশের বাবা বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের দুইবারের মূখ্যমন্ত্রী ছিলেন। তিনি ২০১২ সালে মৃত্যু বরণ করেন।
বাবার জন্মদিনে ছেলের একটি ছবি টুইট করে রিতেশ বলেন, বাবার ৭০তম জন্মদিনে আমার ছেলে রিয়ান দেশমুখের ৬মাস পূর্ণ হলো।
বলিউডের মিষ্টি জুটি জেনেলিয়া ডি সুজা এবং রিতেশ দেশমুখ। সম্প্রতি তাদের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান। আর মহা ধুমধামে তার নাম রাখলেন জেনেলিয়া ডি সুজা এবং রিতেশ দেশমুখ দম্পতি।
উল্লেখ্য, ‘তুঝে মেরি কাসাম’ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেন জেনেলিয়া এবং রিতেশ। প্রথম সিনেমা দিয়েই এই জুটি বলিউডের মিষ্টি জুটির খেতাব অর্জন করে। এরপর ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায় এক সাথে কাজ করতে করতে দুজনার মধ্যেকার সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালবাসায় রূপ নেয়। অতঃপর ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রেমিকা জেনেলিয়া ডি সুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিতেশ দেশমুখ। রিয়ান দেশমুখ তাদের ভালোবাসার প্রথম ফসল!
মন্তব্য চালু নেই