বাবার কথায় মদের বিজ্ঞাপন করিনি: শচীন
জীবনে কখনও তামাক ও মদের বিজ্ঞাপনের প্রচারে নিজেকে জড়াননি শচীন টেন্ডুলকার। শুক্রবার ভারতের এক অনুষ্ঠানে শচীন বলেন, ‘বাবা আমাকে একটা কথা বলেছিলেন, কখনও তামাক ও মদের প্রচারে নিজেকে জড়াবে না। আমি বাবার সেই কথা সারা জীবন মেনে আসছি। নিজে কখনও তামাক ও মদের বিজ্ঞাপনে কাজ করিনি। সব সময় এই দুটি জিনিস থেকেও নিজেকে দূরে রেখেছি।’
ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের তিন দিনের সম্মেলনের শেষ দিনে তিনি বক্তব্য রাখেন শচীন। ওই বক্তব্যে তরুণদের জন্য লিটল মাস্টারের পরামর্শ, ‘জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে। আমি যখন ক্রিকেট খেলেছি, তখনও এসেছে। সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে হবে। মাঝপথে হাল ছেড়ে দিলে জীবনে সাফল্য পাওয়া যাবে না। আমার ক্রীড়াজীবনেও ওরকম অনেক প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু হাল ছাড়িনি। লড়াই চালিয়ে গেছি।’
শচীন আরও বলেন, ‘সাফল্যের জন্য কোনও সহজ পথ খোলা নেই। কঠিন পথ অতিক্রম করেই সাফল্য পেতে হয়। নিজের লক্ষ্যে পৌঁছতে হয়। জীবনের সব ক্ষেত্রেই এটা সত্য।’
এদিকে জাতীয় শিক্ষক দিবসে নিজের ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকারের সঙ্গে নিজের একটি ছবি টুইট করে শচীন লিখেছেন, ‘স্বপ্ন দেখা শুরু হয় একজন শিক্ষককে পাশে নিয়েই। যার ছাত্রের ওপর আস্থা থাকে। যিনি ভালবাসা, কড়া শাসনে ছাত্রকে সামনের দিকে এগিয়ে দেন। প্রয়োজনে কড়া ঘা দেন, যাকে আমরা ‘সত্য’ বলে জানি।’
মন্তব্য চালু নেই