বাবাকে চমকে দিতে চান মুশফিক

ক্রিকেটারদের জীবন মানেই ব্যস্ততা। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও এর ব্যতিক্রম নয়। তবে, এতো ব্যস্ততার ভিড়ে বাবা মাহবুব হামিদকে চমকে দিতে চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই ব্যাপারে মুশফিক লিখেছেন –

খেলার জন্য প্রায়ই থাকি দেশের বাইরে, আর দেশে থাকলেও থাকে অনেক ব্যস্ততা তাই সব সময়ই মিস করি বাবা মা কে, যাদের অসামান্য অবদানে জন্য আজ আমি আপনাদের প্রিয় মুশফিকুর রহিম।

তাই ধন্যবাদ daraz.com.bd কে। কারণ এখন যেখানেই থাকি না কেন, বাবা মা কে গিফট পাঠাতে কখনই ভুল হয় না আমার। যে কোনো গিফট আইটেম অর্ডার করে দেই অনলাইনে যেকোনো সময় এবং অত্যন্ত যত্নের সাথে তা পৌছে যায় ঠিক আমার বাসার ঠিকানায়।

তাই এবার দারাজ.কম থেকে একটি গিফট অর্ডার করে চমকে দিতে চাই বাবা কে, কি গিফট দিয়ে বাবা কে চমকে দেয়া যায় বলুন তো?

12115678_10153679502732012_4401981561833341739_n

 



মন্তব্য চালু নেই