বাপ্পী-পরীর ‘দুনিয়া কাঁপানো প্রেম’
নায়ক বাপ্পী চৌধুরী ও পরীমনি প্রধমবারের মতো জুটি বেঁধেছিলেন ফারুক ওমর পরিচালিত ও প্রযোজিত ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে। আবারও নতুন একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা।
বাপ্পী-পরীর নতুন চলচ্চিত্রের নাম ‘দুনিয়া কাঁপানো প্রেম’। পরিচালনা করছেন নজরুল ইসলাম খান। পরীর পাশাপাশি এ চলচ্চিত্রে অভিনয় করবেন নায়িকা শিরিন শিলা।
আগামী ১৫ এপ্রিল মহরতের মধ্য দিয়ে ‘দুনিয়া কাঁপানো প্রেম’ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম খান।
চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক বলেন, একেবারে ভিন্নরকম রোমান্টিক ধরনের গল্প নিয়ে নির্মাণ করতে যাচ্ছি ‘দুনিয়া কাঁপানো প্রেম’। আশা করছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারব।’
পরীমনি বলেন, বাপ্পীর সাথে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছি। এই চলচ্চিত্রের গল্পটাও বেশ মজার। নির্ভেজাল ভালবাসার গল্প নিয়েই নির্মাণ হবে ‘দুনিয়া কাঁপানো প্রেম’। আশা করি ভালকিছুই হবে।
এ চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল। এতে আরও অভিনয় করবেন— মিশা সওদাগর, কাজী হায়াৎ, দিতি, আফজাল শরীফ প্রমুখ। গান থাকছে মোট ৬টি। গানগুলোর সঙ্গীতায়োজন করবেন আলী আকরাম শুভ। ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র।
মন্তব্য চালু নেই