বান্দার জন্য আল্লাহর ক্ষমার হাত প্রসারিত

কুরআনুল কারিমের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাকারী ও দয়ালু বলে ঘোষণা দিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। হাদিসটি তুলে ধরা হলো-

হজরত আবু মুসা আবদুল্লাহ বিন কায়স আল আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, পশ্চিম দিক হতে সুর্যোদয় না হওয়া পর্যন্ত (অর্থাৎ কিয়ামাত সংঘটিত হওয়া পর্যন্ত) মহান আল্লাহ তাআলা প্রতি রাতে তাঁর ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন, যাতে দিনের গোনাহগার লোকেরা তাওবা করে নিতে (তাঁর দিকে ফিরে আসতে) পারে। আবার প্রতি দিন তাঁর ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন যাতে রাতের গোনাহগার লোকেরা তাওবা করে নিতে (তাঁর দিকে ফিরে আসতে) পারে। (মুসলিম)

পরিশেষে…
আল্লাহ তাআলার নিয়ামাত ভোগকারী মুসলিম উম্মাহকে তাঁর নিয়ামাতের শুকরিয়া আদায়ে সব সময় তার কাছে তাওবা করে ফিরে আসা উচিত। কেনন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওবার গুরুত্ব বুঝাতে তিনি স্বয়ং দিনে একশত বার তাওবা করতেন বলে জানিয়েছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।



মন্তব্য চালু নেই