বান্দরবানে বহিরাগতদের নিষিদ্ধ করেছে প্রশাসন

বান্দরবান জেলায় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবার লক্ষ্যে ভোটার বিহীন বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আবু জাফর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জেলার সব হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত ভোটারবিহীন কোনো বহিরাগত বান্দরবান পৌরসভা এলাকায় অবস্থান করতে পারবেনা।

এদিকে জেলা প্রশাসনের এই চিঠি জারি হওয়ার পর বিপাকে পড়েছে বান্দরবানের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাসহ পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বান্দরবান আবাসিক হোটেল ফোরস্টারের মালিক রিপন লাল দাশ জানান, পর্যটন এলাকা হিসাবে বছরে মাত্র ৩ মাস হোটেল ব্যবসা হয়। শীত মৌসুম হচ্ছে পর্যটকদের জন্য উত্তম সময়। বান্দরবানের প্রায় হোটেল, মোটেল ও রিসোর্টগুলো দেশি-বিদেশি পর্যটকরা ১৫/২০দিন আগে থেকে বুকিং করেছে। পর্যটকদের ভরা মৌসুমে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ দিন হোটেল বন্ধ থাকলে ব্যবসায়ীরা অন্তত ৫ কোটি টাকারো বেশি ক্ষতিগ্রস্ত হবে।



মন্তব্য চালু নেই