বান্দরবানের লামা রুপসীপাড়া ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য শস্য বিতরণ

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়। সোমবার বেলা ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ওয়ার্ডের ৭ শত বন্যাদুর্গত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতিনিধি সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ অর রশীদ, লামা উপজেরা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মাহাবুবুর রহমান, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান, ইউপি সচিব মোঃ আইয়ুব।

রুপসীপাড়া ইউপি চেয়ংারম্যান ছাচিং প্রু মার্মা জানান, বন্যায় দুর্গতদের সাহায্যার্থে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষে দুই দফায় ৭ মেট্রিকটন খাদ্যশস্য এবং নগদ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রুপসীপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সংখ্যা ১ হাজার ৫শত টি। আংশিক ক্ষতি হয়েছে ৭ শত ৫০ পরিবারে। আরো খাদ্য শস্য আমরা পাচ্ছি। আরো কয়েক দফায় খাদ্য শস্য বিতরণ করা হবে।



মন্তব্য চালু নেই