বান্দরবানের লামায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

“ভবিষ্যতে বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লামায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, একতা মহিলা সমিতি, পিএইসডি, কারিতাস, মাতামুহুরী সমাজ কল্যাণ পরিষদ, আই.সি.ডি.পির যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০ ঘটিকায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ডাঃ উচহ্লা মার্মার সভাপতিত্বে র‌্যালীত্তোর আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার, ৬নং রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা থানা প্রতিনিধি এসআই রবিউল হাসান, একতা মহিলা সমিতি প্রতিনিধি মোঃ ফরহাদ মিয়া, প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ নুরুল হাসেম, সমিরন বড়ুয়া সহ প্রমূখ।

হাসপাতাল চত্বরে দিনব্যাপী ম্যালেরিয়া প্রতিরোধের বিষয়ে রোগীদের রক্ত পরীক্ষা, ম্যালেরিয়া রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান ও জনসচেতনতামূলক নানান কর্মসূচী আয়োজন করা হয়।



মন্তব্য চালু নেই