বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮মার্চ বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “নারীর ক্ষমতায়ন – মানবতার উন্নয়ন“ বিষয়কে সামনে রেখে অগ্রগতির মূলকথা নারী পূরুষ সমতা এ শ্লোগানকে বুকে ধারণ করে লামা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিণ শেষে র‌্যালীত্তোর লামা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সঞ্চালনায় বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ হল রুমে ৮মার্চের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবসের ২দিন ব্যাপী কর্মসূচী সফল করতে মানুষের জন্য, বাপসা, মাতামুহুরী সংস্থা, লামা আদর্শ বালিকা বিদ্যালয়ের, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, এন.জেড একতা মহিলা সমিতি, ব্র্যাক, গ্রাউস, ইকো, স্থানীয় মহিলা সমিতি ও এলাকার সচেতন নারীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে করেন।

উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমির সভাপতিত্বে উক্ত অলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তাহুরা, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, লামা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই