বান্দরবানের রুমায় ২যুবককে রাইফেল ও পিস্তল সহ আটক করেছে সেনাবাহিনী

বান্দরবানের দূর্গম উপজাতি অধ্যুষিত রুমা উপজেলার চর এলাকা নামক স্থান থেকে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে মিহির চাকমা (৩৩) ও উক্যচিং মারমা(৩০) নামে দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১টি একে ২২ রাইফেল, ১টি পিস্তল, দুইটি অস্ত্রের ৬৯ রাউন্ড গুলি, চাঁদার রশিদ, নহদ দুই লাখ টাকা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে রুমা জোনের সেনাবাহিনীর একটি দল রুমার চর এলাকায় এই দ’সন্ত্রাসীরা অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনী ১টি একে ২২ রাইফেল, ১টি পিস্তল, দুইটি অস্ত্রের ৬৯ রাউন্ড গুলি, চাঁদার রশিদ, নহদ দুই লাখ টাকা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে মিহির চাকমা ও উক্যচিং মারমা নামের ২ যুবককে আটক করা হয়।

আটক মিহির চাকমা রাঙ্গামাটির জুরাছড়ি এলাকায় মৃত ধন কুমারের ছেলে ও উক্যচিং মারমা রুমা এলাকার ক্যচিং মারমার ছেলে।

আটক দু’জনকে রুমা জোনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত দুইজনই জনসংহতি সমিতির সদস্য বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। দীর্ঘদিন থেকে একটি চক্র রুমাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর নাম দিয়ে ব্যাপকভাবে চাঁদা আদায় করে আসছে। এর আগেও সেনাবাহিনী রুমা থেকে মংনু মারমা নামের এক চাঁদাবাজকে আটক করে।



মন্তব্য চালু নেই