বানভাসীদের ১০০ দিন চাল দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ জেলায় ৩ লাখ ৩০ হাজার পরিবারকে মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল ও ৫০০ টাকা অর্থসহায়তা দেবে সরকার। ১০০ দিন পর্যন্ত এ সহায়তা দেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হাওর এলাকায় সৃষ্ট বন্যার বিষয়ে গৃহীত কার্যক্রম ও করণীয় সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়া ওই এলাকায় ১০ টাকা মূল্যে চাল ও ওএসএসের চাল বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো জানান, বন্যা প্লাবিত এলাকায় সরেজমিন পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নির্ধারণ করে সুপারিশ দিতে সভায় একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়।



মন্তব্য চালু নেই